অসাধারন কিছু জরাথুষ্ট উক্তি
• সৎ ভাবনা, সৎ বাক্য, সৎ কাজ—এই তিনটি শ্রেষ্ঠ পথ থেকে নিজেকে কখনও সরিয়ে নিও না।
• অন্যের ভালো করা আমাদের কেবল কর্তব্যই নয়, এক বিশেষ আনন্দ, কারণ সেটি আমাদের সুখ ও স্বাস্থ্যকে বাড়িয়ে দেয়।
• উদ্বেগে কষ্ট পেও না, কারণ যে উদ্বেগে দিন কাটায় পৃথিবীর যাবতীয় আনন্দ উচ্ছলতা থেকে সে বঞ্চিত হয়, তার দেহ ও আত্মার সংকোচন ঘটে।
• পরের কোনো কিছু আত্মসাৎ করার বাসনা কোরো না, লোভের দানব যেন তোমাকে প্ররোচিত করতে না পারে, পৃথিবীর সম্পদ যেন তোমার জিভে বিস্বাদ না লাগে।
• যে গভীর যত্ন ও শ্রমে জমি চাষের উপযুক্ত করে তোলে সে প্রচুর আধ্যাত্মিক শস্য লাভ করে। দশ হাজার বার মন্ত্র জপ করেও যে কাজ সম্ভব নয় ।
• সৎ ভাবনাসহ প্রথম পদক্ষেপ ফেললাম, দ্বিতীয় পদক্ষেপ সৎ বাক্যসহ, আর তৃতীয়টি সৎ কার্যের আমি স্বর্গে প্রবেশ করলাম।
• লোক যখন ক্ষুধার্ত তখন শস্যদানা বেশি দামে বিক্রির উদ্দেশ্যে তা গোলাজাত করে রেখ না।
• যমজভাবে প্রকাশিত দুটি মৌলিক শক্তি বর্তমান—ভালো এবং খারাপ। ভাবনায়, বাক্যে, কিংবা কর্মে। আর এই দুইয়ের মধ্যে জ্ঞানীরা ভালোটাই বেছে নেন যা মূর্খেরা পারে না।
• যা কিছু ভালো তার মধ্যে সত্যই শ্রেষ্ঠ। তাই আমাদের প্রত্যেকেরই উচিত শ্রেষ্ঠ সত্যটি প্রকাশের চেষ্টা করা।
• অশুভ শক্তির দেবতা সকল লোককথা ধ্বংস করে দিচ্ছে, জীবনের নক্সা বিশৃঙ্খল করে দিচ্ছে, সৎভাবনা থেকে মানুষকে বিরত করেছে। হে প্ৰভু মাজদা, তুমি ন্যায়ের পথ প্রদর্শন করো।
• সকল সৎভাবনা, সৎ বাক্য, সৎ কর্মকে আমি গ্রহণ করি যা ভাবা হয়, বলা হয় কিংবা করা হয়। আমি বর্জন করি যাবতীয় অসৎ ভাবনা, অসৎ বাক্য এবং অসৎ কর্মকে।
• হিংসার বিনাশ করো। অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াও। সম্ভাবনা, ন্যায় বিচার পুরস্কৃত হবেই। যাঁরা এগুলি মেনে চলেন, যাঁরা সৎসঙ্গ করেন তাঁদের জন্য ঈশ্বরের দরজা সর্বদা খোলা ।
• সৎ ভাবনার সঙ্গে একাত্ম হয়ে আমি হৃদয়কে প্রস্তুত করেছি আত্মার প্রতি নজর রাখতে কারণ আমি জানি, আমাদের সকল কার্যের উপযুক্ত পুরস্কার দেন মাজদা আহুরা। সকল ক্ষমতা ও শক্তি দ্বারা আমি শিক্ষা দিই মানুষকে ন্যায়ের পথ অনুসরণ করতে। বিদেশের মাটিতে আমি এক অচেনা পথিক।
No comments: