জর্জ বার্নার্ড শ এর সেরা কিছু উক্তি -
• আত্মীয়জনরাই মানুষের শ্রেষ্ঠতম বন্ধু, সহায় ও সহায়তাকারী।
• যাদের একটা গভীর অন্তর্দৃষ্টি আছে, তাদের কাছে কোনাে কিছুই অদৃশ্য বা অজ্ঞেয় থাকে না।
• যা অবােধ্য, তা মানুষের কোনাে কাজে লাগে না বা উপকারে আসে না।
• সূক্ষ্ম আনন্দবােধ থেকেই অধিকাংশ বেদনার জন্ম।
• যারা আপােস করতে জানে না তারা বর্বর।
• জীবনে দুটি ট্রাজেডি আছে। একটা হলাে আকাঙ্ক্ষা করে কিছু না পাওয়া, অন্যটা হলাে তা পাওয়া।
• জঠরই জগতকে চালায়।
• কল্পনা জীবন ও জগতকে ভালােবাসতে উদ্বুদ্ধ করে। জীবন এক বিস্ময়কর প্রাপ্তি, একে শেষ পর্যন্ত উপভােগ করা প্রয়ােজন।
• নতুন কিছু করাই তারুণ্যের ধর্ম।
• দরিদ্র্যের যন্ত্রণা দরিদ্রকে যে কোনাে দুষ্কর্মে প্ররােচিত করে।
• প্রয়ােজনীয় দুর্ভোগেরই অপর নাম নারী।
• নাস্তিকরা ভাববাদী, কোনাে ধর্মে নয়, পৃথিবীর সব চেয়ে বড় ধর্ম মানবধর্মে বিশ্বাসী।
• সৃষ্টির দায়িত্ব নারীর, পুরুষের নয়। নারী পুরুষকে ভালবাসে যেমন সৈনিক ভালােবাসে তার বন্দুককে। বন্দুক সৈনিকের উদ্দেশ্যসাধনের অস্ত্রমাত্র। পুরুষও তেমনি নারীর।
• সব অনুরক্ত পুরুষেরা মেয়েদের বেলায় এক রকম।
• প্রেম হলাে সিগারেটের মতাে, যার আরম্ভ হলাে অগ্নি দিয়ে আর শেষ পরিণতি ছাইয়েতে।
• পরশ্রমজীবী বা অনুপার্জিত চিত্তের অধিকারী যারা, যারা পরের শ্রমে জীবিত ও পরিপুষ্ট, তারাই ঘৃণাহ।
• অনেকে বসন্তকে ভালােবাসার ঋতু বলে, আমি বলি সব ঋতুই ভালােবাসার ঋতু।
• বিচক্ষণ মানুষেরা বিপদে পড়ে কম।
• বিদ্যালয় মানুষকে কেবল পড়তে শেখায়, এর বেশি একটা বিদ্যালয় মানুষকে কিছু দিতে পারে না। স্বশিক্ষিত মানুষই প্রকৃত শিক্ষিত, আমার কাছে তাই বিদ্যালয়ের শিক্ষার কোনাে গুরুত্বই নেই।
• আমি ভাগ্যবান কারণ আমি পুরুষ হয়ে জন্মেছি।
• বিদ্বান লােক বড়ই কুড়ে, সে পড়াশুনা করেই সময় নষ্ট করে।
• স্কুল কলেজে যাদের হাঁদা গােবা হাবা বলে হাল ছেড়ে দেওয়া হয়, পরবর্তীকালে তারা অকস্মাৎ সার্থক হয়ে ওঠে। তার কারণ, তারা নির্বোধ নয় এবং তারা জীবনের সত্যিকার যুদ্ধে নামবার আগে ভালাে পােড় ছেলেদের মতাে শক্তির অপচয় করে ফেলে না।
• আমি গভীর চিন্তার পর এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, মানবজাতি মাঠে বলের পিছনে ছােটাছুটি করবার চেয়ে উন্নততর কোনাে কাজের উপযুক্ত নয়।
• সম্পদ বৃদ্ধি না করে যেমন তা ভােগ করার অধিকার আমাদের নেই, তেমনি সুখ বৃদ্ধি না করে তা ভােগ করার অধিকার আমাদের নেই।
• মেয়েমানুষ হলাে সায়াপরা মানুষ আর না হলে মানুষ হলাে সায়াছাড়া মেয়েমানুষ।
• রক্ষণশীল ব্যক্তিরা সমাজের ও জগতের অগ্রগতিকে প্রবলভাবে ব্যাহত করে।
• পৃথিবীতে মাত্র দুটি গুণের সমন্বয় দেখা যায়; যােগ্যতা আর অযােগ্যতা, আর দুটি মাত্র শ্রেণির লােকও দেখা যায়, যােগ্য ও অযােগ্য ব্যক্তি।
• ক্রুদ্ধ অবস্থাতে যে সিদ্ধান্ত নেওয়া হয়, তা কার্যকর না করাই শ্রেয়।
•স্বাধীনতার অর্থই দায়িত্ব । আর, সেজন্য বেশির ভাগ মানুষই তাতে ভয় পায় ।
• যা রক্তকে লাল করে তা হল সাহস , সাহস এবং সাহস ।
• বেশ্যাবৃত্তিতে যেমন সৃষ্টিশক্তির করুন অপচয় , সতিত্বের মধ্যেও তেমনি সৃষ্টিচেতনার প্রতি অমার্জনীয় অপরাধ ।
No comments: