• যখন দুজন মহিলা কথা বলেন তারা কিছুই বলেন না; যখন একজন মহিলা কথা বলেন তিনি তার সমগ্র জীবনের কথা বলে ফেলেন।
• আমি যা বলি তার অর্ধেক অর্থহীন ঃ কিন্তু তবুও আমি তা বলি কারণ যাতে বাকি অর্ধেক তােমাদের কাছে পৌছায়।
• প্রত্যেক ড্রাগন একজন করে সেন্ট জর্জের জন্ম দেয়, যে তাকে হত্যা করে।
• আমরা প্রায়ই আমাদের আগামীকাল থেকে ধার করি আমাদের গতকালের ঋণ শােধ করার জন্য।
• গাছেরা হল সেই কবিতা যা পৃথিবী আকাশের বুকে লিখে দেয়।
• আমরা তাদের কেটে মাটিতে ফেলি কাগজ বানাই আর তাতে নথিভুক্ত করি আমাদের সমূহ শূন্যতা।
• হ্যা, নির্বাণ আছে; এবং তা আছে তােমার ভেড়ার দলকে সবুজ চারণভূমির দিকে নিয়ে যাওয়ায়, তােমার শিশুকে ঘুম পাড়ানােয়, আর তােমার কবিতার শেষ লাইনটি লিখে ফেলার মধ্যে।
• তুমি কি একজন রাজনীতিবিদ যে নিজেকে বলে ? ‘আমি নিজের স্বার্থে আমার দেশকে ব্যবহার করব?’ কি একজন উৎসর্গপ্রাণ দেশপ্রেমী যে ফিসফিসিয়ে নিজের সত্তাকে বলে ঃ ‘একজন বিশ্বস্ত ভৃত্যের মতন আমি আমার দেশের সেবা করতে ভালােবাসি।
• সহস্র শতাব্দী পূর্বে যেসব নক্ষত্র জ্বলে শেষ হয়ে গেছে তারা আজও আলাে দেয়। মহান ব্যক্তিরাও সেরকমই, যারা বহু বছর আগে মারা গেলেও তাদের ব্যক্তিত্বের আলােকচ্ছটা আজও আমাদের কাছে এসে পৌঁছায়।
• যে কাজ আমরা নিজেদের ভুলে আজ দুর্বলতা বলে ভাবছি কাল তা এক সম্পূর্ণ মানব শৃঙ্খলের এক অপরিহার্য যােগসূত্র বলে বিবেচিত হবে।
• জ্ঞান সামান্য হলেও যদি তা কাজে লাগে তার মূল্য অসীম। অপর দিকে অসীম জ্ঞান যদি অলস হয় তা মূল্যহীন।
• পরামর্শের জন্য যখন আমরা একে অপরের দিকে ফিরি আমরা শত্রুর সংখ্যা কমাই।
• জ্ঞানের শুরুই হল হতভম্বতা।
• আত্মার গভীরে এক তীব্র ইচ্ছা থাকে যা মানুষকে চালিত করে দেখা থেকে অ-দেখায়, দর্শনে এবং স্বর্গীয়তায়।
• ভালােবাসার সেই ক্ষমতা আছে যা মৃত্যুকে রদ করে, আছে সেই মুগ্ধতা যা শত্রুকে জয় করে। যখন ভালােবাসা হাতছানি দিয়ে ডাকছে তাকে অনুসরণ করাে, পথ যতই কঠিন ও খাড়া হােক।
• নিজেকে পরিপূর্ণ করা ছাড়া প্রেমের আর কোনাে কামনা নেই।
• নির্যাতন তার বেশি ক্ষতি করতে পারে না যে সত্যের জন্য রুখে দাঁড়ায়। সক্রেটিস কি গর্বের সঙ্গে পড়ে যাননি? সত্যের জন্য পলকে কি পাথর ছুঁড়ে মারা হয়নি? আমাদের অন্তর্নিহিত সত্তাই আমাদের সব থেকে বেশি আঘাত করে যখন আমরা তাকে অমান্য করি, আমাদের হত্যা করে যখন তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করি।
• তােমাদের সন্তানেরা তােমাদের নয়, জীবনের স্বীয় আকাঙ্ক্ষার সন্তান তারা। তারা তােমাদের মধ্য দিয়ে এসেছে, তােমাদের থেকে নয়, তােমরা তাদের তােমাদের ভালােবাসা দিতে পার, ভাবনা নয় কারণ তাদের নিজের নিজের ভাবনা আছে তােমরা তাদের দেহগুলিকে বাড়িতে রাখতে পারো , তাদের আত্মাদের নয় , কারন তাদের আত্মারা বাস করে আগামীকালের বাড়িতে , যেখানে তোমরা যেতে পারবে না , এমনকি তোমাদের স্বপ্নেও না ।
No comments: