টাটা মানেই বিশ্বাস , টাটা মানেই ভরসা । এখন টাটা মানেই দেশের অহংকার । ভারতের টাটা কোম্পানী বিদেশী গাড়ি কোম্পানী জাগুয়ার ও ল্যান্ডরোভার দের কিনে নেওয়ার পর থেকে সারা পৃথিবী জুড়ে ফোর হুইলার মার্কেটে রাজত্ব করছে । তবে ভারতীয় মার্কেটে মিড সেকশন কারের রেঞ্জ দখল করে আছে মারুতি কোম্পানী । কয়েক বছর ধরে রেনল্ট কোম্পানীও তাদের কুইড গাড়ির সাহায্যে এই ফিল্ডে ভালো জায়গা করে নিয়েছে ।
মিড সেকশন এবং লোয়ার সেকশনের মার্কেট নিজেদের দখলে আনার জন্য টাটা মার্কেটে এনেছিল ন্যানো গাড়ি , কিন্ত বিভিন্ন রাজনৈতিক সমস্যায় ন্যানো গাড়ি এখন হারিয়ে গেছে সময়ের অন্ধকারে । তাই বেশ কিছু সময় পরে টাটা পুরোদমে প্রবেশ করতে চলেছে মিড রেঞ্জ ভালো গাড়ির মার্কেটে । সেই কারনেই - আনুমানিক আগামী মার্চ মাসের ১৪ তারিখ ২০২১ সাল, টাটা কোম্পানী বাজারে আনতে চলেছে তাদের ধামাকাদার নতুন গাড়ি টাটা HBX , লুপ্তপ্রায় পাখী হর্নবিলের নাম অনুসারে এই গাড়িটির নামকরন করা হয়েছে HBX । বাজারে থাকা Renault KWID এর সাথে সরাসরি পাল্লা দিতে টাটা এই গাড়িটি আনতে চলেছে ।
গাড়ির ছবি-
খুব হাই স্টাইল SUV এর মতো লুক দেওয়ার জন্য সামনে থাকবে split headlamp setup আর পিছনে থাকবে উন্নত মানের অ্যারো স্টাইলের টেইল লাইট ।
ইন্টেরিয়ার হবে হাই ক্লাস । সেন্ট্রাল লকিং সিস্টেম , পাওয়ার উইন্ডো , ৭ ইঞ্চি ডিজিটাল টাচ স্ক্রিন জিপিএস ট্র্যাকার ও infotainment system , Harman কোম্পানীর প্রিমিয়াম অডিও সিস্টেম ।
বাজারে বহুল বিক্রিত মারুতি সুইফট , এস্প্রেসো ও রেনো কুইড কে সরাসরী পাল্লা দেওয়ার জন্য টাটা এর দাম রেখেছে ৪.৫ - ৫ লাখের মধ্যে । বিভিন্ন সূত্র থেকে জানা গিয়েছে টাটার এই নতুন গাড়ি ১ লিটার পেট্রোলে ২২-২৭ কিমি মাইলেজ দিতে পারবে । যদিও ফাইনাল প্রাইস ও সঠিক মাইলেজ জানা যাবে ১৪ই মার্চের পর ।
No comments: