• কলেজে ঢােকা এখন আরও সহজ হয়েছে আর কঠিন হয়েছে শিক্ষিত হওয়া। পড়তে শেখানাে হচ্ছে আমাদের, ভাবতে শেখানাে হচ্ছে।
• মানুষের সঙ্গে মেলামেশার ক্ষেত্রে বয়স, জাতি, পদমর্যাদা ও শিক্ষা প্রভৃতির পার্থক্য বিচারের কোনও মূল্যই আমার কাছে নেই।
• এক কথায় মানুষ হল শরীর, মন এবং আত্মা—এই তিন শক্তির সমষ্ঠী।
• কারিগর পরিণত হয়েছে মিস্ত্রিতে, বৃহত্তর উৎপাদনের খাতিরে সে এখন যন্ত্র মাত্র। এক ঘেয়ে কাজ মনকে জাগায় না। শরীরকে ক্লান্ত করে।
👉 আরও পড়ুনঃ ভালোবাসা ও জীবন নিয়ে মাদার টেরেসার কিছু বানী
• অর্থ সব নয়। অর্থের দ্বারা উৎকৃষ্টকে পাওয়া যায় না। আমাদের সব চাইতে কাম্য সম্পদ মন ও হৃদয়ে প্রশান্তি। আর সহৃদয়তা টাকায় বিকোয় না।
• মানুষ তারা যাদের মন টানে সৌন্দর্য প্রেম এবং সংস্কৃতির মত মানবিক মূল্যবােধে। মনের শান্তি আর মুক্তি না এলে বাইরের ব্যবস্থা কোনও সহায়তা করে না।
• আশা, উপলব্ধী, আত্মজ্ঞান লাভ এবং সর্বাত্মক পরিপূর্ণতা লাভই মানব জীবনের ভবিষ্যত।
• আমরা যদি সুখে স্বচ্ছন্দে থাকি আমাদের চারিদিকে অসংখ্য দুঃদশাগ্রস্থ, অবহেলিত ও নিপীড়িত মানুষ কোনও রূপে জীবন যাপন করতে বাধ্য হয়, তাহলে সেই বঞ্চিত মানুষদের প্রতি সহানুভূতি প্রকাশ, তাদের দুঃখে, সান্ত্বনাদান এবং তাদের দুঃখ মােচনের প্রচেষ্টাই হল আমাদের বিশেষ কর্তব্য।
• পৃথিবীর সব চাইতে জনপ্রিয় নেশা হল টাকা কামানাে।
• যতদিন আমাদের মেয়েরা উচ্ছল পুরুষদের খেলার পুতুল এবং পরিচারিকারূপে পরিগণিত হতে থাকবে ততদিন সমাজব্যবস্থায় দুনীতি থেকেই যাবে।
No comments: