এই লেখাটি আমার ব্যাক্তিগত অভিজ্ঞতা থেকে লিখছি । খুব কম খরচে দুই জন মানুষ অনায়াসে দার্জিলিং ঘুরে আসতে পারবেন । থাকা , খাওয়া ও সাইট সিন সব নিয়ে ৫৫৩০ টাকার ভিতর বেশ ভালোভাবে হয়ে যাবে । কেনাকাটা করার ব্যাপারটা সম্পূর্ণ আপনার , ওটার উপর আমার কিছু করার নেই । তাহলে আসুন স্টেপ বাই স্টেপ জেনে নিই কীভাবে এত কম খরচে আপনি ঘুরতে পারবেন ?
ট্রেনের টিকিট ঃ ঘুরতে যাওয়ার প্ল্যান অন্তত ৩ মাস আগে করবেন এবং মনস্থির করার সাথে সাথেই টিকিট কেটে রাখলে সঠিক দামে কনফার্ম টিকিট পাবেন । হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার ভাড়া মাত্র ৩২০ টাকা / হেড । তাহলে দুইজনের ভাড়া পরবে ৬৪০+ ট্যাক্স = ৬৫০ টাকা ধরুন ।
দুইদিনের ট্যুর ধরে নিয়ে রিটার্ন টিকিট টাও কেটে নিন । একই ভাড়া পড়বে । তাহলে নিউ জলপাইগুড়ি পর্যন্ত যাওয়া ও ফেরত আসা = ১৩০০ টাকায় কমপ্লিট ।
চেষ্টা করবেন এমন ট্রেন ধরার যেটা ভোর বেলা নিউ জলপাইগুড়ি পৌছাবে । ভোরের দৃশ্য খুব সুন্দর ।
নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং ঃ নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে আটোস্ট্যান্ড আছে । ২০টাকা করে ভাড়া নেবে , পৌছে যাবেন তেঞ্জিং নোরগে বাসট্যান্ড । এখানেই শেয়ার জিপ পেয়ে যাবেন । ভাড়া মাথা পিছু ১৫০ টাকা । ৩ ঘন্টা জার্নি করে দার্জিলিং পৌছে যাবেন । এখানে দুজনের মোট খরচ - ৩০০+৪০ = ৩৪০ টাকা ।
কোন হোটেলে থাকবেনঃ দার্জিলিং-এ প্রচুর হোটেল আছে । ভ্রমণ সিজন - অর্থাৎ গরম কালে ভিড় বেশী থাকে তাই ঘরের ভাড়া বেড়ে যায় । অন্য সময় বেশ কম । অনলাইনে বুক করলে মাত্র ৪০১ টাকা থেকে ১০০০ টাকার ভিতর অনেক হোটেল পেয়ে যাবেন । ৭০০ - ৮০০ টাকার হোটেলও বেশ ভালো । অ্যাটাচ বাথরুম , গিজার পেয়ে যাবেন ৭০০টাকার রুমে । ধরে নিলাম ৭৫০ টাকা রেটে রুম বুক করলেন । তাহলে দু'দিনে রুম রেন্ট = ১৫০০ টাকা ।
মেন বিষয় , সাইট সিন ঃ দার্জিলিং এ দুই দিনের প্ল্যান নিয়ে গেলে একদিন সাইট-সিন করবেন আর একদিন পায়ে হেটে ঘুরে বেড়াবেন । পায়ে হেটে ম্যাল , ম্যাল মার্কেট , মহাকাল মন্দির , চউক বাজার , নেহেরু মার্কেট , ছোট ছোট মনাস্ট্রি , কৃষ্ণ মন্দির ঘুরে দেখতে পারেন । এতে কোনো খরচা হবে না । কোথাও কোনো এন্ট্রি টিকিট নেই ।
দ্বিতীয় দিন সাইট সিন করার জন্য আগের দিন অবশ্যই গাড়ি বুক করতে হবে । একটা গাড়ি বুক করলে ২০০০ থেকে ২৫০০ টাকা লাগে । দুজনের জন্য বুক করবেন না । গাড়ির ড্রাইভারদের বললেই তারা আরও এক জোড়া টুরিস্ট খুঁজে দেবে , একটা ৪ সিটার গাড়ি ৪ জন মিলে ২০০০ টাকায় বুক করলে মাথাপিছু মাত্র ৫০০ টাকা ভাড়া লাগবে ।
অতএব , দুই জনের সারাদিন সাইট সিনের খরচ মাত্র ৫০০+৫০০ = ১০০০ টাকা । গাড়ি আপনাকে নিয়ে যাবে , টাইগার হিল , বাতাসিয়া লুপ , ঘুম মনাস্ট্রি , রক গার্ডেন , টি গার্ডেন , চিড়িয়াখানা , রোপওয়ে , তেঞ্জিং রক , পিস প্যাগোডা , বুদ্ধ টেম্পেল প্রভৃতি জায়গায় । বেশিরভাগ ক্ষেত্রেই কোনো টিকিট লাগে না । বাতাসিয়া লুপ ও চিড়িয়াখানা দেখতে টিকিট কাটতে হবে , টিকিট ও ছবি তোলার ৫০ টাকা খরচ ধরে দুজনের মোট ২০০ টাকা খরচ হবে । রোপওয়ের খরচ ৩৫০ টাকা / হেড , খরচ বাঁচাতে এটা বাদ দিতে পারেন । যাইহোক , সাইটসিন করতে মোট খরচ = ১২০০ টাকা
খাওয়া দাওয়া ঃ প্রথমেই মনে রাখবেন , ছাতু , চিড়ে , মুড়ি , বিস্কুট - এগুলো বাড়ি থেকে যথেষ্ট পরিমান সাথে নিয়ে বেরোবেন । দার্জিলিং এ খাবারের দাম বেশ ভালো । মোটামুটি দেখে নিন এই কদিনের খাবার তালিকা -
প্রথম দিন
১। ট্রেনে ডিনার - ( বাড়ি থেকে নিয়ে যাবেন )
২। ট্ব্রেরেন থেকে নেমে ব্রেকফাস্ট - ছাতু / চিড়ে খেয়ে নিন
২। হোটেলে পৌছে দুপুরের খাবার - নিরামিষ ভাত থালি ১০০ টাকা মিনিমাম । দুজন ২০০ টাকা ।
৩। সন্ধ্যের খাবার - মোমো খেতে পারেন । ১ প্লেট ৪০ টাকা
৪। রাত্রের খাবার - রুটি ১০ টাকা পিস । ৬ পিস রুটি + তরকারী = ৮৫ টাকা
দ্বিতীয় দিন
১। ব্রেকফাস্ট - ছাতু / মুড়ি / চিড়ে খেয়ে নিন
২। লাঞ্চ - আমিষ থালি - ১৫০ টাকা / প্লেট । দুজনের - ৩০০ টাকা
৩। সন্ধ্যের খাবার - চাউমিন খেতে পারেন । ১ প্লেট ৫০ টাকা - দুজনের হয়ে যাবে
৪। ডিনার - একই হিসাবে মোট ৮৫ টাকা
ফেরত আসার দিন
১। ব্রেকফাস্ট - ছাতু / মুড়ি খেয়ে নিন
২। ট্রেনে খাবার - মালদা স্টেশনে ট্রেন এসে অনেকক্ষণ দাঁড়ায় । ৫ টাকায় পরোটা , ১০ টাকায় দই , ৫ ৩। টাকায় মিস্টি পেয়ে যাবেন । ৫০ টাকায় দুজনের খাওয়া হয়ে যাবে ।
মোট খাবার খরচ - ৭৯০ টাকা + চা'য়ের খরচ = ৮২০ টাকা ধরা যাক ।
ফেরত আসার দিন ঃ হোটেল যদি ট্যাক্সি স্ট্যান্ডের কাছে না থাকে তাহলে একটা ট্যাক্সি করে ট্যাক্সি স্ট্যান্ডে আসতে হবে - খরচ - ৩০০ টাকা, অন্যথায় এই খরচ লাগবে না । ট্যাক্সি স্ট্যান্ড থেকে শেয়ার ট্যাক্সি ডাইরেক্ট নিউ জলপাইগুড়ি আসবে । খরচ দুজনের মিলিয়ে - ৩৪০ টাকা ।
সর্বমোট খরচ ঃ
যাওয়া আসা ঃ ১৩০০ + ৩৪০ + ৩৪০ = ১৯৮০ টাকা
সাইট সিন ও টিকিটঃ ১২০০ টাকা
হোটেল খরচঃ ১৫০০ টাকা
খাওয়া দাওয়াঃ ৮২০ টাকা
দুই জন মানুষের ২ রাত তিন দিনের দার্জিলিং ঘোরা , থাকা , খাওয়ার মোট খরচ = ৫৫০০ টাকা
** রোপওয়ে চড়লে , ৭০০ টাকা জুড়ে নেবেন - মোট ৬২৩০ টাকা
** কেনাকাটার খরচ সম্পূর্ণ ব্যাক্তিগত ব্যাপার , তবে ৩০০০ টাকায় খুব ভালো কেনাকাটা করা যেতে পারে । বারগারিং করতে হবে ।
দার্জিলিং ঘোরার খুঁটিনাটি বিষয় , যেগুলো না জানলে আপনি ঠকে যাবেন , সেগুলোর উপর আমাদের একটি ভিডিও আছে দেখে নিন - ভীষণ উপকার পাবেন - লিঙ্ক YouTube
লেখাটি ভালো লাগলে , শেয়ার করে আমাদের উতসাহ বাড়াতে পারেন ।
[ আমরা যে হোমস্টেতে ছিলাম- রিন্সাং খাংসার হোমস্টে ] বিস্তারিত দেখে নিন
মাত্র ৫৫০০ টাকায় ২ জন ,২ রাত ৩ দিন ভালোভাবে দার্জিলিং ঘুরে আসতে পারবেন - দার্জিলিং ভ্রমণ গাইড
Reviewed by Wisdom Apps
on
June 18, 2019
Rating:
No comments: